আশুলিয়ায় ডাকাতের হামলায় দীপ দাশ (২৮) নামক যুবক নিহতের ঘটনায় এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় অভিযান চালিয়ে গাজীপুরের কাশিমপুর থানার মাধবপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতের নাম- বাদশা মিয়া, সে কিশোরগঞ্জ সদর থানার লিটন মিয়ার ছেলে। ওই এলাকায় সে বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কাশিমপুরের মাধবপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাত বাদশা মিয়াকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে সে।
এর আগে দুর্গোৎসব দেখে বাড়ি ফেরার পথে গত মঙ্গলবার (৮ অক্টোবর) রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর বেতারকেন্দ্র গেট সংলগ্ন এলাকায় একদল ডাকাত হামলা চালায়। এ ঘটনায় দুই ভাই দীপ দাস ও মিঠু দাস সহ তিনজন গুরুতর আহত হন। এদের মধ্যে শনিবার (১২ অক্টোবর) শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের আইসিইউ'তে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা দীপ।