ঈশ্বরগঞ্জের ইউএনওকে প্রাণনাশের হুমকি

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-20 00:12:54

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে রুমানা তুয়াকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করলেও পুলিশ হুমকিদাতাকে শনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেন নি।

২০১৮ সালের ৪ নভেম্বর ঈশ্বরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার হিসাবে যোগদান করেন উম্মে রুমানা তুয়া। গত রোববার বিকেল ৫টা ৪৮ মিনিটের সময় মোবাইল ফোন অপারেটর বাংলালিংক নাম্বার থেকে হুমকি দিয়ে ইউএনওকে ক্ষুদে বার্তা পাঠানো হয়। বার্তায় ইউএনওকে ‘লাশ ফেলে’ দেওয়ার কথা বলা হয়। বিষয়টি জেলা প্রশাসককে অবগত করে সোমবার ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন ইউএনও উম্মে রুমানা তুয়া।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বার্তাটোয়েন্টিফোর.কমকে ইউএনও উম্মে রুমানা তুয়া বলেন, মোবাইল ফোনে ক্ষুদে বার্তা দিয়ে প্রাণনাশের হুমকি পাওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে ঈশ্বরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছি।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (তদন্ত) জয়নাল আবেদীন সরকার বলেন, প্রযুক্তির সহায়তায় হুমকি দেওয়া নম্বরটির অবস্থান শনাক্ত করার প্রচেষ্টা চলছে। দ্রুত অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

 

এ সম্পর্কিত আরও খবর