বাস থেকে ইলিশ জব্দ, ৪ যাত্রীর জরিমানা

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-26 22:16:25

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় স্বপ্ন পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ৫২ কেজি মা ইলিশ জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ। মা ইলিশ ক্রয় ও বহন করার দায়ে দুই নারীসহ চার যাত্রীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে তাদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বিল্লাল হোসেন। জব্দকৃত মাছগুলো মানিকগঞ্জ সরকারি শিশু পরিবারে দেয়া হয়েছে।

জরিমানাপ্রাপ্তরা হলেন- মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মো. মোকছেদ (৫৫), মুক্তার হোসেন (৬০), সুফিয়া (৫৫) এবং ঢাকার ধামরাই উপজেলার সুরাইয়া (৫৭)।

ইলিশ জব্দ ও জরিমানার বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক বিল্লাল হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে ইলিশসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মা ইলিশ সংরক্ষণে জেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর