কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মাদারীপুর | 2023-08-13 18:55:11

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে নাব্যতা সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ফেরি চলাচল বন্ধের এ ঘোষণা করে কর্তৃপক্ষ। এর আগে নাব্যতা সংকটের কারণে গত কয়েকদিন ধরেই ব্যাহত হচ্ছিল ফেরি চলাচল।

তবে বিকেল থেকে ফেরি চলাচলের পুরোপুরি অনুপযোগী হয়ে যায়। তাই নাব্যতা সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে কাঁঠালবাড়ী-শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরেই এ নৌরুটের লৌহজং টার্নিং পয়েন্টের চ্যানেলের মুখে পলি পড়ে পানি কমে যাওয়ায় ফেরি চলাচল অনুপযোগী হয়ে পড়ে। ফলে গত রোববার থেকে দিনে কয়েকটি ফেরি চললেও রাতে পুরোপুরি বন্ধ ছিল চলাচল। মঙ্গলবার বিকেল থেকে পানি কমে যাওয়ার কারণে নাব্যতা সংকট দেখা দেয়। ফলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।' তবে কবে থেকে চলাচল স্বাভাবিক হবে, তা জানে না কর্তৃপক্ষ।

এদিকে দিনের বেলা লঞ্চ ও স্পিডবোট চলাচল স্বাভাবিক রয়েছে। রাতে ঝুঁকি নিয়ে ইঞ্জিন চালিত ট্রলারে যাত্রী পার করা হচ্ছে।

এদিকে ঘাট বন্ধ থাকার কারণে কাঁঠালবাড়ী ঘাটে পারের অপেক্ষায় প্রায় সাত শতাধিক যানবাহন রয়েছে।

এ সম্পর্কিত আরও খবর