ইলিশ শিকারের দায়ে ১২ জেলের কারাদণ্ড

ভোলা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা | 2023-08-24 04:12:02

ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১২ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ অক্টোবর) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামাল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত সবাই ভোলা সদর উপজেলার বাসিন্দা।

মৎস্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মৎস্য অফিস, কোস্টগার্ড ও নৌ পুলিশ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযান চালায়। নদীর হাজিরহাট, ভেদুরিয়া ও ইলিশা পয়েন্ট থেকে মা ইলিশ শিকারের অপরাধে ১২ জেলেকে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ২ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে আটককৃত জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। আর জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, 'ইলিশ সম্পদ রক্ষায় মৎস্য বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে।'

এ সম্পর্কিত আরও খবর