গাইবান্ধা রেলস্টেশন এলাকা পরিষ্কার করল একদল শিক্ষার্থী

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-22 08:50:05

‘বাড়ি আমার, গাড়ি আমার, রাখছি পরিষ্কার, নোংরা করছি দেশের মাটি, দেশটা তবে কার। এই শহর আমার, দেশ আমার। পরিচ্ছন্ন রাখার দায়িত্বও আমার।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার রেলওয়ে স্টেশন এলাকা পরিষ্কার করলেন একদল শিক্ষার্থী।

বুধবার (১৬ অক্টোবর) দিনব্যাপী ছাত্র-ছাত্রীরা তাদের নিজ উদ্যোগে স্টেশন এলাকা পরিষ্কার করেন।

এই শিক্ষার্থীরা গাইবান্ধা বিডি ক্লিন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য। শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই তারা নিজেদের উদ্যোগে এই কার্যক্রম পরিচালনা করেন।

পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন সংগঠনটির প্রতিনিধি সুজন পাটোয়ারি ও ইসমে আজম প্রসন্নম, রাইসা, লীন, মুগ্ধ, জীম, বিধান, তামিম, মানিক, শর্মি, বর্ণ, সাকিব, ইমরান, রাকিব, রিয়াদ, হিমন ও সুমন প্রমুখ।

কর্মসূচি চলাকালে রেলস্টেশন এলাকার ১৫ জন ব্যবসায়ী ও ৩০ জন পথচারীকে যেখানে সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্টস্থানে ময়লা ফেলতে সচেতন করা হয়। দিন শেষে ৩০ বস্তা ময়লা নির্দিষ্ট স্থানে ফেলা হয়।

এ সম্পর্কিত আরও খবর