কুষ্টিয়ায় লালন ভক্তদের মাতালেন ওস্তাদ শফি মন্ডল

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-27 02:49:57

ছেউড়িয়া আখড়াবাড়ী থেকে: কুষ্টিয়ার ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে লালন মঞ্চে হাজারো ভক্তদের মাতালেন ওস্তাদ শফি মন্ডল।

বুধবার (১৬ অক্টোবর) বাউল সম্রাট ফকির লালন শাহয়ের ১২৯ তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন লালন একাডেমির দলীয় লালন সঙ্গীত পরিবেশিত হয়। এরপর উন্মুক্ত এই মঞ্চে আসেন দেশের খ্যাতিমান লালন সঙ্গীতশিল্পী ওস্তাদ শফি মন্ডল।

ওগো বিন্দে ললিতে, কৃষ্ণ হারা/আল্লাহ বলো, মনরে পাখি আমার মওলা বলো মনরে পাখি আমার/ ঘরের কেবা জাগে, কেবা, ঘুমায়, কে কারে দেখায় স্বপন- এমন লালনের জনপ্রিয় গান গেয়ে শোনান দেশের খ্যাতিমান লালন সঙ্গীতশিল্পী ওস্তাদ শফি মন্ডল।

লালন একাডেমিতে তার সুর ও সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে উজ্জীবিত হয়ে ওঠে উন্মুক্ত মঞ্চ।

এর আগে ছেঁউড়িয়ার আখড়াবাড়ীতে লালন একাডেমির আয়োজনে বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের তিরোধান দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।

এ সম্পর্কিত আরও খবর