টাঙ্গাইলে যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার দায়ে পৃথক স্থান থেকে ২১ জন জেলের কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে তাদের জেল জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল করিম ও ভুঞাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন।
এর আগে বুধবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত পৃথকভাবে যমুনা নদীতে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
জানা গেছে, নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যমুনা নদীতে ইলিশ মাছ ধরছে এমন খবরে জেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করে ভুঞাপুরে নয় জন ও টাঙ্গাইল সদর থানায় ১২ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১৫ দিন করে জেল অনাদায়ে জরিমানা করা হয়েছে।