কুষ্টিয়া মেডিকেল কলেজের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কুষ্টিয়া, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুষ্টিয়া | 2023-08-19 14:30:49

কুষ্টিয়া মেডিকেল কলেজের নবম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭অক্টোবর) কুষ্টিয়া মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে একটি অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের এমপি মাহবুব-উল আলম হানিফ। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, 'শুধু পুঁথিগত বিদ্যা অর্জনই নয় বরং নৈতিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসাবে সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। নীতি-নৈতিকতার অবক্ষয়ের এ সমাজে ডাক্তারদের আরও মানবিক গুণাবলীর অধিকারী হতে হবে। এর মাধ্যমে মানব সেবা ও মানুষে মানুষে ভালবাসার বন্ধন স্থাপন করতে হবে।'

তিনি দেশের উন্নয়ন নিয়ে আরো বলেন, 'দেশের শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ খাত ও প্রবৃদ্ধিসহ সব ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে। দেশের উন্নয়ন ও অগ্রগতি এখন দৃশ্যমান। দেশ এগোলেও মানুষের নীতি-নৈতিকতার অবক্ষয় হয়েছে।'

বুয়েটের মেধাবী ছাত্র কুষ্টিয়ার আবরার ফাহাদ হত্যা প্রসঙ্গে হানিফ উদ্বেগ প্রকাশ করে বলেন, 'পৈশাচিক ও নারকীয় এ হত্যাকাণ্ড কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। আবরারের সহপাঠী খুনিরা খুব ঠাণ্ডা মাথায় নির্মমভাবে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করেছে। দ্রুততম সময়ের মধ্যে এ জঘন্য হত্যাকাণ্ডের বিচার হবে বলে আশাব্যক্ত করেন তিনি।'

কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক এস এম মুস্তানজিদ অনুষ্ঠানটির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া অনুষ্ঠানে কুষ্টিয়া-১ আসনের এমপি আ ক ম সরওয়ার জাহান বাদশা, জেলা প্রশাসক আসলাম হোসেন, সিভিল সার্জন ডাক্তার রওশন আরা বেগম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজী রবিউল ইসলামসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর