চাঁদপুরে মেঘনায় সিমেন্ট বোঝাই ট্রলার ডুবি

চাঁদপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর | 2023-08-19 20:36:20

চাঁদপুরে মেঘনা নদীর মোহনায় সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ নাজমুল তানভীর পরিবহন নামের একটি ট্রলার ডুবে গেছে।

এ দুর্ঘটনায় জাহাজ মালিক বিল্লাল ব্যাপারী চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরি নং ৮৯০।

ট্রলারে থাকা মাঝি মো. বিল্লাল হোসেন (৫০), নাজমুল হোসেন (২৩) ও মানিক (৪০) সাঁতরিয়ে পাড়ে উঠে প্রাণে রক্ষা পায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পদ্মা-মেঘনা-ডাকাতিয়ার তিন নদীর মোহনায় শহরের পুরাণ বাজার ট্রলারঘাট সংলগ্ন এলাকায় ট্রলারটি বিপরীত দিক থেকে ঘোরানোর সময় অপর একটি নৌ-যানের সঙ্গে সংঘর্ষ লেগে দুর্ঘটনার শিকার হয়েছে। এ দুর্ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকা ক্ষতি হয় বলে জাহাজ মালিক মো. বিল্লাল হোসেন ব্যাপারী জানান ।

মাঝি মো. বিল্লাল হোসেন ব্যাপারী জানান, বৃহস্পতিবার ভোরে তারা মুন্সিগঞ্জ থেকে ৪ হাজার ৫০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে চাঁদপুরের বাঘড়া বাজারের উদ্দেশ্যে রওনা হয় । ঘটনাস্থলে এসে ট্রলার মোড় ঘোরানোর সময় তীব্র ঘূর্ণি স্রোতের কারণে ট্রলারটি অপর একটি নৌ-যানের সঙ্গে সংঘর্ষ লেগে কাত হয়ে পানিতে নিমজ্জিত হয়।

এ সম্পর্কিত আরও খবর