গাইবান্ধায় ৯ জেলের কারাদণ্ড

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-28 04:24:03

গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে ইলিশ মাছ শিকারের দায়ে নয় জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কামারজানির মোল্লাচর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা সবাই ওই এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে মাছ শিকারের ২০ হাজার মিটার জাল এবং ৭ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট বীর আমির হামজা আটক জেলেদের প্রত্যেককে ১০ দিনের কারাদণ্ড প্রদান করেন। এছাড়াও একজনকে অর্থদণ্ড দিয়ে ছেড়ে দেওয়া হয়।

গাইবান্ধা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ইলিশ সম্পদ সংরক্ষণে বিভিন্ন হাট-বাজার ও নদীতে মোবাইল কোর্ট পরিচালিত করা হচ্ছে। শনিবার ইলিশ মাছ শিকারের সময় নয় জেলেসহ ২০ হাজার মিটার জাল এবং ৭ কেজি ইলিশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত কারেন্টজাল জনসম্মুখে পুড়িয়ে ফেলা এবং মাছগুলো গাইবান্ধা সরকারি শিশু পরিবার (বালক) এতিমখানায় বিতরণ করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর