চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাল্য বিয়ে পড়ানোর অপরাধে ভুয়া কাজি, বরের পিতা ও কনের পিতাসহ তিনজন কে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৯ অক্টোবর) সকালে শিবগঞ্জ উপজেলার চককির্ত্তী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত আবদুল মতিনের ছেলে মামুন-অর রশিদ দুই বছর, আবদুল আলিমের ছেলে মো.শাহিন আলম এক বছর ও রমজান আলীর ছেলে ফজল আলী এক বছর করে দণ্ডপ্রাপ্ত হন।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম জানান, বাল্য বিয়ে দেয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভুয়া কাজি মামুন-অর রশিদ, বরের পিতা মো.শাহিন আলম ও কনের পিতা ফজল আলীকে আটক করা হয়। পরে তাদের শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।