দলীয় পরিচয় দিলেই কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই: কাদের

নারায়ণগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নারায়ণগঞ্জ | 2023-09-01 10:04:26

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের হত্যাকারীরা ছাত্রলীগ পরিচয় দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় দ্রুত বিচারের নির্দেশ দিয়েছেন। হত্যাকাণ্ডের পরপরই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। বুয়েটে আন্দোলনরত ছাত্র-শিক্ষকরা যেসকল দাবি করেছে তাও মেনে নেয়া হয়েছে। দলীয় পরিচয় দিলেই কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুর ১২টায় নারায়ণগঞ্জের মেঘনা ঘাট এলাকায় সড়কের সংস্কার কাজ পরিদর্শন ও অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে কাদের বলেন, ‘সংগঠনে সম্মেলন মানেই নতুন নেতৃত্ব ও নতুন মুখের আগমন। আর আওয়ামী লীগ তার দলীয় সম্মেলনের ব্যাপারে কোনো প্রকার আপস করবে না। নির্ধারিত সময়ে সম্মেলন হয়ে এসেছে এবং সামনেও হবে।’

যুবলীগের সম্মেলনকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘প্রবীণ-তরুণ-অভিজ্ঞদের সমন্বয় ঘটিয়ে আমরা দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখানে পরিবর্তন হবে, নতুন মুখ আসবে। দলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সম্মেলন অত্যাবশ্যকীয় হয়ে পড়েছে। আর এই সম্মেলনেই দল ও সহযোগী সংগঠনগুলোকে ঢেলে সাজানো হবে।’

বিএনপি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘বিরোধী দলের সঙ্গে আমরা বৈরী সম্পর্ক চাই না।’

এ সম্পর্কিত আরও খবর