মানিকগঞ্জে ১০ লাখ মিটার কারেন্ট জালসহ ৩০ ট্রলার জব্দ

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-09-01 14:19:26

মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চরে ইলিশ বিকিকিনির অস্থায়ী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শিবালয় উপজেলা প্রশাসন ও র‍্যাব-৪ এর একটি টিম। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ১০ লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ টি ট্রলার জব্দ করা হয়।

শনিবার (১৯ অক্টোবর) ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক এএফএম ফিরোজ মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ভোর থেকে দুপুর পর্যন্ত যমুনা নদী ও আলোকদিয়া চরের অস্থায়ী একটি বাজারে ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এছাড়া ইলিশ শিকারে ব্যবহৃত ৩০টি অবৈধ ট্রলার জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযানে এক মণ মা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

সরকার নির্ধারিত সময় পর্যন্ত পদ্মা যমুনায় ইলিশ সংরক্ষণে অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর