সিলেটে সিএনজি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের দুইজন নিহত হয়েছে। এই ঘটনায় আরো তিন জন আহত হয়েছেন। নিহতরা হলেন তাহমিনা আক্তার (১৮) ও তিন্নি বেগম (৮)।
শনিবার (১৯ অক্টোবর) বিয়ানীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বিয়ানিবাজার থেকে একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে চারখাই নতুন বিদ্যুৎ অফিসের সামনে আসলে অপর দিক থেকে আসা একটি সিএনজির সাথে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তাহমিনা ও তিন্নি ঘটনাস্থলে নিহত হন। তারা সম্পর্কে খালাতো বোন।
সিলেট ওসামানী মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ জানান, নিহত তাহমিনা ও তিন্নির লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এছাড়া আহত তিন জনের চিকিৎসা চলছে।