গোপালগঞ্জে পণ্যের মূল্য তালিকা না টাঙানোর দায়ে ছয় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
শনিবার (১৯ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর গোপালগঞ্জের সহকারী পরিচালক শামীম হাসান।
অভিযান পরিচালনাকালে শামীম হাসান জানান, গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়া বাজারে অভিযান চালানো হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় বাজারের দোকানে মূল্য তালিকা না টাঙানোর দায়ে ছয়টি মুদি দোকানকে বিভিন্ন অর্থে মোট নয় হাজার টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে জেলা বাজার কর্মকর্তা মো: আরিফ হোসেন, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো: মোজাহারুল হক বাবলু ও সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।