ভোলায় পুলিশ-জনতার সংঘর্ষ: নিহত ৪, আহত শতাধিক

ভোলা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ভোলা | 2023-08-29 15:06:10

ভোলার বোরহানউদ্দিনে পুলিশের সঙ্গে স্থানীয় জনতার সংঘর্ষ হয়েছে। এতে ৪ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। আহত হয়েছেন কমপক্ষে শতাধিক।

রোববার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা সদরের বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এ সংঘর্ষের সূত্রপাত ঘটে।

নিহতরা হলেন বোরহানউদ্দিন উপজেলার আব্দুল পাটওয়ারী (১৪), বোরহানউদ্দিন পৌর সভার ৩নং ওয়ার্ডের বাসিন্দা মাহফুজ (৪৫), মনপুরা হাজিরহাট এলাকার বাসিন্দা মিজান (৪০)। একজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।

জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করায় শনিবার (১৯ অক্টোবর) উপজেলার কাচিয়া ইউনিয়নের বিপ্লব নামের এক যুবককে আটক করে বোরহানউদ্দিন থানা পুলিশ। বিপ্লবের বিচারের দাবিতে রোববার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার বোরহানউদ্দিন হাই স্কুল মাঠে পূর্বঘোষিত একটি সমাবেশের ডাক দিয়েছিল স্থানীয় জনতা। 

স্থানীয় জনতা বোরহানউদ্দিন মাধ্যমিক বিদ্যালয় এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করতে চাইলে পুলিশ এতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে।

আরও পড়ুন: ভোলায় পুলিশ জনতার সংঘর্ষ: বিজিবি মোতায়েন

আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলা সদর হাসপাতালে অর্ধশতাধিক আহত চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

বোরহানউ‌দ্দিন থানার অ‌ফিসার ইনচার্জ মো: এনামুল হক বার্তাটোয়েন্টিফোর.কমকে জানিয়েছেন, সংঘর্ষে এখন পর্যন্ত ৪জন নিহত হয়েছেন। 

ভোলার পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ' সংঘর্ষে আমাদের একজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।'

এ সম্পর্কিত আরও খবর