বগুড়ায় ভুল করে রিকশায় ৫০ হাজার টাকা ফেলে রেখে চলে যান মালেকা বেগম (৬০) নামে এক নারী। পরে ওই টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে রিকশাচালক। কিন্তু ট্রাফিক পুলিশের কনস্টেবল অজিত কুমার ওই টাকা উদ্ধার করে মালেকা বেগমকে ফেরত দেন।
রোববার (২০ অক্টোবর) দুপুরে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রবাসী ছেলের পাঠানো টাকা ইসলামী ব্যাংক বগুড়া শাখায় উঠাতে আসেন সোনাতলা থানার চরপাড়া গ্রামের মৃত জসমত উল্লাহ’র স্ত্রী মালেকা বেগম। ব্যাংক থেকে টাকা উঠিয়ে বাড়ি ফেরার জন্য রিকশায় চেলোপাড়া বাসস্ট্যান্ডে যাচ্ছিলেন তিনি। ভুলক্রমে টাকার ব্যাগ রিকশায় ফেলে নেমে যান মালেকা বেগম।
রিকশা চালক ব্যাগে টাকা আছে বুঝতে পেরে তা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় সেখানে যানজট নিরসনে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের কনস্টেবল অজিত কুমার। রিকশা চালকের আচরণ দেখে সন্দেহ হলে তাকে আটক করে ব্যাগটি উদ্ধার করেন তিনি। ব্যাগ খুলে দেখতে পান অনেকগুলো টাকা এবং একটি জাতীয় পরিচয়পত্র। পরে মালেকা বেগমের সঙ্গে যোগাযোগ করে টাকাগুলো ফেরত দেয়া হয়।
এ বিষয়ে মালেকা বেগম বলেন, ‘পুলিশ জনগণের সেবা করে তা আজকে প্রমাণ পেলাম। আমি কখনো ভাবিনি টাকাগুলো ফেরত পাব।’