খুলনায় শ্যালককে হত্যার দায়ে ভগ্নিপতির মৃত্যুদণ্ড

খুলনা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, খুলনা | 2023-08-29 21:41:47

খুলনায় শ্যালক কালু খাঁ হত্যা মামলায় ভগ্নিপতি আমিনুল খাঁকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ অক্টোবর) দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান চৌধুরী এ রায় ঘোষণা করেন।

মামলা সূত্রে জানা যায়, নিহত কালু খাঁর বোনের সঙ্গে তার স্বামী আমিনুল খাঁর মনোমালিন্যের জের ধরে একই গ্রামে ভাইয়ের বাড়ি তেরখাদা উপজেলার চরকুশলা গ্রামে চলে আসেন। ২০১৭ সালের ৯ আগস্ট স্ত্রীকে ফিরিয়ে নিতে এসে আমিনুল তার স্ত্রী ও শ্যালক কালু খাঁর সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওইদিন রাত পৌনে ১২টার দিকে কালু খাঁ ঘরের বারান্দায় ঘুমিয়ে পড়লে ভগ্নিপতি আমিনুল খাঁ তাকে ধারালো কুড়াল দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে। স্বামীর আর্তচিৎকারে কালুর স্ত্রী ঠেকাতে এলে আমিনুল তাকেও কুপিয়ে মারাত্মক জখম করে । এ ঘটনায় ১০ আগস্ট নিহত কালু খাঁর ছেলে মো. আশানুর খাঁ বাদী হয়ে একই গ্রামের লুৎফার খাঁর ছেলে আমিনুল খাঁর বিরুদ্ধে তেরখাদা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন এড. এনামুল হক।

এ সম্পর্কিত আরও খবর