নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ট্রাকচাপায় আরিফ হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।
রোববার (২০ অক্টোবর) দুপুরে মোটরসাইকেলে করে রূপগঞ্জের গাউছিয়ায় যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত হন। তিনি নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন।
নিহত আরিফ হোসেন মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার কালিপুরা গ্রামের মৃত সিরাজ বেপারীর ছেলে।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি মোজাফফর আলী জানান, আরিফ হোসেন নামের এক পুলিশ কনস্টেবল (ঢাকা মেট্টো ল- ১৩-৮৫৯৮) মোটরসাইকেলে ব্যক্তিগত কাজে গাউছিয়া যাচ্ছিলেন। দুপুর দেড়টার দিকে সোনারগাঁ উপজেলার মদনপুর-ভুলতা সড়কের পেচাইন এলাকায় একটি অজ্ঞাত ট্রাক আরিফকে চাপা দিয়ে দ্রুতগতিতে পালিয়ে যায়। ঘটনাস্থলেই আরিফের মৃত্যু হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাইয়ুম আলী সরদার বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, নিহত আরিফ হোসেনকে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।