ফরিদপুরে দোকানদারকে হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড

ফরিদপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফরিদপুর | 2023-08-27 17:41:21

ফরিদপুরে ভাঙ্গায় মুদি দোকানদার বিকাশ সাহা (৪৪) হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ ২য় আদালতের বিচারক মোছা. কামরুন্নাহার বেগম এ দণ্ড দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ড প্রাপ্ত তিন আসামি উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা হলেন- আয়নাল শেখ, স্বপন মুন্সী, নাহিদ শেখ ও আল আমিন শেখ। এদের মধ্যে আল আমিন শেখ পলাতক রয়েছেন।

ওই আদালতের ভারপ্রাপ্ত (পিপি) এম এ সালাম জানান, ২০১৭ সালের ৩০ মার্চ রাত ৯টা ৩০ মিনিটের সময় ফরিদপুরের ভাঙ্গা বাজারে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন বিকাশ সাহা। পথে তাকে পূর্বশত্রুতার জেরে শ্বাসরোধে হত্যা করে আসামিরা। এ ঘটনার পরদিন ৩১ মার্চ নিহতের ভাই উত্তম কুমার সাহা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর