মরিচ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর | 2023-08-12 07:30:11

নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ছিলামপুর গ্রামে আশরাফুল নামে এক কৃষকের মরিচ ক্ষেতে ক্ষতিকর কীটনাশক প্রয়োগ করেছে দুর্বৃত্তরা। এতে অধিকাংশ মরিচ গাছ ঢলে গেছে।

রোববার (২০ অক্টোবর) রাতের কোনো এক সময় ওই জমিতে এ কীটনাশক প্রয়োগ করা হয়। সোমবার (২১ অক্টোবর) সকালে ক্ষেতে গিয়ে এ দৃশ্য দেখতে পান কৃষক আশরাফুল। বিকেলের দিকে বিষয়টি জানাজানি হয়।

কৃষক আশরাফুল জানান, চলতি মৌসুমে ২৫ শতাংশ জমিতে মরিচের চাষ করেন তিনি। সপ্তাহখানেক হলো গাছগুলোতে মরিচ ধরেছে। কিন্তু ওই ক্ষেতে কীটনাশক প্রয়োগ করে দুর্বৃত্তরা। সোমবার (২১ অক্টোবর) সকালে ক্ষেতে গিয়ে দেখেন তরতাজা মরিচ গাছগুলো ঢলে গেছে। বিষয়টি উপজেলা কৃষি অফিস ও পুলিশকে জানিয়েছেন তিনি।

দুর্বৃত্তরা ২ লাখ টাকার মরিচ নষ্ট করেছে বলে দাবি করেন কৃষক আশরাফুল।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, মরিচ গাছের সঙ্গে এ কেমন শত্রুতা! ক্ষতিগ্রস্ত কৃষককে আইনগত সহায়তা নিতে থানায় জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, ‘ঘটনাটি কৃষক আশরাফুলের মুখে শুনেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

এ সম্পর্কিত আরও খবর