কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে পদ্মা নদীর ডুবোচরে যাত্রীসহ আটকে থাকার ৬ ঘণ্টা পর বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে রো রো ফেরিটি উদ্ধার করা হয়েছে। নাব্যতা সংকটের কারণে পদ্মা নদীর ডুবোচরে ফেরিটি আটকে যায়।
মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর ৬টার দিকে শিমুলিয়া থেকে কাঁঠালবাড়ি ঘাটের উদ্দেশে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামে ওই ফেরিটি ৪টি যাত্রীবাহী বাস, পণ্যবাহী ২টি ট্রাক ও ১৮টি ছোট পরিবহন নিয়ে রওনা দেয়। পথিমধ্যে ফেরিটি পদ্মা নদীর লৌহজং চ্যানেল অতিক্রম করার সময় ডুবোচরে আটকে যায়।
ফেরিটিকে উদ্ধারের জন্য উদ্ধারকারী জাহাজ 'আইটি ৯১' সকাল থেকে টানা ৬ ঘণ্টা চেষ্টা চালায়। পরে দুপুর দেড়টার দিকে ফেরিটিকে কাঁঠালবাড়ি ঘাটে আনতে সক্ষম হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক আব্দুল আলীম জানান, সকাল থেকে ৬ ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুরের দিকে ফেরিটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে যাত্রী ও যানবাহনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।