তাড়াশে কড়ি কাইট্টা প্রজাতির কচ্ছপ উদ্ধার

সিরাজগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম, সিরাজগঞ্জ | 2023-08-25 18:38:52

সিরাজগঞ্জের তাড়াশে জেলেদের জালে ধরা পড়েছে কড়ি কাইট্টা প্রজাতির একটি কচ্ছপ।

মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হামকুড়িয়া এলাকায় চলবিল থেকে কচ্ছপটি উদ্ধার করে পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি হাউজ’ এর উদ্ধারকারী দল।

সোমবার (২১ অক্টোবর) চলনবিলে আব্দুল হাকিম মাছ ধরতে গেলে তার জালে এই কচ্ছপটি ধরা পড়ে। পরে গণমাধ্যম কর্মী সোনাতন দাশের সংবাদের ভিত্তিতে সংগঠনটির সদস্যরা কচ্ছপটি উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে উদ্ধার করা কচ্ছপটি সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) চৌধুরী মো: গোলাম রাব্বী, পাবনা -সিরাজগঞ্জ জেলার বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহীম খলিলের উপস্থিতিতে সিরাজগঞ্জ জেলা প্রসাশনের পদ্ম পুকুরে অবমুক্ত করা হয়।

‘দি বার্ড সেফটি হাউজ’ এর চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, কচ্ছপটির (ইংরেজী নাম: Indian roofed turtle), (বৈজ্ঞানিক নাম: Pangshura Tecta)।

তিনি আরও জানান, এই প্রজাতির কচ্ছপ বাংলাদেশ, ভারত, নেপাল ও পাকিস্তানে পাওয়া যায়। বন্যপ্রাণী রক্ষা করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।

এ সম্পর্কিত আরও খবর