ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-08-25 18:15:18

ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) বিকালে একটি দৈনিক পত্রিকার পাঠক সংগঠনের উদ্যোগে শহরের কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা গড়ে তোলার পাশাপাশি চালক, পথচারী সহ সবাইকে ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাহলেই আমাদের দেশের সড়কগুলো নিরাপদ হিসাবে গড়ে উঠবে। এবং দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা অনেক কমে যাবে। এজন্য সরকার, প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

সংগঠনের উপদেষ্টা মোঃ রইছ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবুল ফজল মোঃ আজাদ হীরা, স্বজন উপদেষ্টা মোঃ হাসমত আলী, গৌরীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, বেসিক লানিং সেন্টারের পরিচালক তোফাজ্জল হোসেন, স্বজন মোঃ সুমন মিয়া, বিপ্লব হোসেন, হারুন অর রশিদ, শাহজাহান, ব্যবসায়ী মোঃ হারুন মিয়া, দৈনিক বাহাদুরের ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর