স্বর্ণ পাচার মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন

চুয়াডাঙ্গা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চুয়াডাঙ্গা | 2023-08-25 22:03:44

চুয়াডাঙ্গায় স্বর্ণ পাচার মামলায় আব্দুল মুত্তালিব (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আসামিকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়েছে।

সাজাপ্রাপ্ত আব্দুল মুত্তালিব গাজীপুরের টঙ্গীর আরিচপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৮ সালের ২৫ মে সকালে ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন সংবাদে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের একটি দল চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। এ সময় আব্দুল মুত্তালিব জয়নগর চেকপোস্ট এলাকায় আসেন। পরে তাকে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের দলটি আটক করে। ওই সময় তার পায়ের স্যান্ডেলে বিশেষ ভাবে লুকিয়ে রাখা অবস্থায় স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ঘটনায় বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা সাজিবুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর