নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ১১ জেলেকে আটক করেছে র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল থেকে গভীর রাত পর্যন্ত র্যাবের সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এবং জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদ উল্লাহর নেতৃত্বে জেলার বাউফল উপজেলার তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃত ব্যক্তিরা হলেন- মো. রফিক (৩৫), মো. ফিরোজ (২৫), মো. সবুজ (২৭), মো. ওমর ইসলাম (১৮), মো. মানিক (১৮)। এদের সবাইকে ভ্রাম্যমাণ আদালত এক মাস করে বিনাশ্রম কারাদণ্ডদেশ প্রদান করেছেন।
এছাড়া মো. রাজিব হোসেন (২৩), মো. আকাশ (১৩), মো. রিয়ান (১২), মো. সাইদুর রহমান (১০), মো. তানজিল (১০), মো. সবুজ হোসেনকে (০৮) পাঁচ হাজার টাকা হারে অর্থদণ্ড প্রদান করা হয়।