ইলিশ ধরার দায়ে ৩৭ জেলের জেল-জরিমানা

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ | 2023-08-27 14:45:57

মানিকগঞ্জের শিবালয় ও দৌলতপুর উপজেলার পদ্মা-যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ৩৭ জন জেলেকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে তাদেরকে এ দণ্ড দেয়া হয়। এর আগে ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস মা ইলিশ সংরক্ষণে এই অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করেন।

আটক জেলেদের মধ্যে ২৪ জনকে এক বছর করে কারাদণ্ড এবং ১৩ জনকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় দুই লাখ মিটার কারেন্ট জাল জব্দ করে ধ্বংস করা হয়। জেলেদের কাছ থেকে উদ্ধার হওয়া দুই মণ মা ইলিশ জেলার সিংগাইর উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানা দেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সহকারী কমিশনার জাকির হোসেন, দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার জুয়েল মাহমুদ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফ হোসেন।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভ্রাম্যমাণ আদালতের বিচারক এএফএম ফিরোজ মাহমুদ জানান, মা ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান চলমান থাকবে।

এ সম্পর্কিত আরও খবর