বরগুনায় প্রতিপক্ষের হামলায় আহত ১৪, আটক ২

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা | 2023-08-28 00:14:49

বরগুনার তালতলীতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধা ও গর্ভবতীসহ ১৪ জন আহত হয়েছেন।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার টিঅ্যান্ডটি এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় জড়িত ২ জনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, উপজেলার টিঅ্যান্ডটি এলাকার বিপ্লব মন্ডলের সঙ্গে প্রতিবেশী বিমল দাসের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে বিপ্লব মন্ডল জোর করে বিমল দাসের জমিতে ঘর তুলতে যান। বাধা দিলে বিপ্লব মন্ডলের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র রামদা ও রড দিয়ে বিমল দাসের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়। এতে এক বৃদ্ধা ও এক গর্ভবতীসহ ১৪ জন আহত হন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে অজয় দেউরি (২৮) ও শুভ সিকদার (২৫) নামে দুজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের বাড়ি বেতাগী উপজেলার সদর ইউনিয়নে।

হামলায় আহতরা হলেন—বিমল (৪০), অমল (৪৫), সুখরঞ্জন (৬৫), বিশ্বজিৎ কুমার (২৫), বাসুদেব (২৮), দীপালী রানী (৫৫), আরতিরানী (৬০), গর্ভবতী সাথী রানী (২৬), লিপি রানী (৪০), সোনালক্ষী (৬০)সহ আরও ৪ জন। আহতদের পটুয়াখালী ও বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ সম্পর্কিত আরও খবর