ময়মনসিংহের গৌরীপুরের দুই স্কুলের দুই প্রতিবন্ধী শিক্ষার্থীকে হুইলচেয়ার দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। শিক্ষার্থীরা হলো- বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুর রহমান (৮) এবং চান্দের সাঁটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী কাউসার মিয়া (৭)।
বুধবার দুপুরে উপজেলা অফিসার্স ক্লাব চত্বরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের কাছে হুইলচেয়ার তুলে দেন উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিম।
জানা গেছে, দু’জনই শারীরিক প্রতিবন্ধী। তারা ঠিকমতো চলাফেরা করতে পারে না। কিন্তু প্রতিবন্ধীতা দু’জনের বিদ্যার্জনের স্পৃহা দমিয়ে রাখতে পারেনি। অভাবের তাড়নায় পরিবারও তাদের হুইলচেয়ার কিনে দিতে পারেনি। তাই খুঁড়িয়ে খুঁড়িয়ে তারা স্কুলে আসতো। তবে হুইলচেয়ার পাওয়ার পর তাদের সেই কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।
আরও জানা গেছে, আব্দুর রহমান উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের আব্দুর রফিকের ছেলে এবং কাউসার মিয়া উপজেলা চান্দের সাঁটিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, ইমারজেন্সি ইমপ্লুসিভ এডুকেশন প্রকল্পের আওতায় ওই দুই শিক্ষার্থীকে হুইল চেয়ার দেয়া হয়েছে। কাঙ্ক্ষিত হুইলচেয়ার পেয়ে দুই শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মুখে হাসি ফুটেছে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, চান্দের সাঁটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন বিনতে ইসলাম, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলহাস উদ্দিন, সহকারী শিক্ষক মো. মুরাদ হোসেন প্রমুখ।