নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে ইলিশ ধরতে বাধা দেওয়ায় কালুখালীতে কর্তব্যরত ম্যাজিস্ট্রেট, পুলিশ ও মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে জেলেরা।
বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের গৌতমপুর চড় এলাকায় এই ঘটনা ঘটে।
হামলায় ১২ জন আহত হয়েছেন বলে বার্তাটোয়েন্টিফোর.কমকে নিশ্চিত করেছেন কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান।
আহতদের মধ্যে কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালাম ও কালুখালী থানার পুলিশ সদস্য কনস্টেবল হাফিজের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে কালুখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘রাজবাড়ী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা আফরোজের নেতৃত্বে মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও থানা পুলিশের একটি দল মা ইলিশ রক্ষার জন্য বিশেষ অভিযানে গেলে সংঘবদ্ধ জেলেরা তাদের ওপর হামলা চালায়।
জেলেদের অতর্কিত এই হামলায় কালুখালী উপজেলা মৎস্য কর্মকর্তা-কর্মচারী ও থানার দুই কনস্টেবলসহ ১২ জন আহত হয়েছে।