ফেনী থেকে: নুসরাত হত্যায় এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ফেনী জজ কোর্টের পিপি হাফেজ আহম্মদ।
তিনি বলেন, আজকের এই রায়ে আমরা সন্তুষ্ট। এই রায় প্রমাণ করে দেশে ন্যায় বিচার ও সুশাসন রয়েছে। আজকের এই রায় মিডিয়ার মাধ্যমে পুরো দুনিয়া জানতে পেরেছে এ ঘটনা। আসামি যতই প্রভাবশালী হোক না কেন- অপরাধ করে কেউ যে পার পান না সেটা প্রমাণ হলো।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নুসরাত হত্যার রায় ঘোষণার পর সাংবাদিকদের একথা জানান পিপি হাফেজ আহম্মদ।
অন্যদিকে রায়ের প্রতিক্রিয়া আসামি পক্ষের আইনজীবীরা ‘ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি’ বলে দাবি করেছেন। আসামি পক্ষের আইনজীবী গিয়াস উদ্দিন নানু বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি। আমরা আশা করি উচ্চ আদালতে গেলে ন্যায় বিচার পাব। আমরা দ্রুত আপিল করব। আশা করি, উচ্চ আদালত এই রায় খারিজ করে দিবেন।
তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা বাদী পক্ষের আইনজীবী ও সাক্ষীরা আদালতে প্রমাণ করতে পারেননি।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ বহুল আলোচিত ফেনীর সোনাগাজী উপজেলার মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামির মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।