বাল্যবিয়ের আয়োজন করায় মায়ের জরিমানা!

মানিকগঞ্জ, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম,মানিকগঞ্জ | 2023-08-10 16:52:19

নোটারির মাধ্যমে বয়স বাড়িয়ে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করেন মা ওজুফা বেগম। বিষয়টি জেনে যায় প্রশাসন। পণ্ড হয়ে যায় মেয়ের বিয়ে। বাল্যবিয়ের আয়োজন করায় উল্টো মেয়ের মাকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার উলাইল ইউনিয়নের সরিষাবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দিয়ে জরিমানা দিয়ে রক্ষা পান মেয়ের পরিবার।

বিষয়টি নিশ্চিত করে মানিকগঞ্জের শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালতের বিচারক এএফএম ফিরোজ মাহমুদ বার্তাটোয়েন্টিফোর.কম'কে বলেন, উপজেলার সরিষাবাড়ি এলাকায় নবম শ্রেণির মেয়ের বিয়ের খবর পেয়ে সরেজমিনে সেখানে যাওয়া হয়। পরে মেয়ের বয়সের বিষয়ে জানতে চাইলে নোটারির মাধ্যমে মেয়ের বয়স বাড়ানোর বিষয়টি জানান মেয়ের মা। অবৈধভাবে নোটারির মাধ্যমে মেয়ের বিয়েতে সহযোগিতা করার দায়ে মা ওজুফা বেগমকে ৩ হাজার টাকা জরিমানা করে বাল্যবিয়ে পণ্ড করে দেওয়া হয়।

এছাড়া অভিভাবকদের নিকট হতে মেয়ের আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ প্রদান না করার মর্মে মুচলেকা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক করা হয় বলেও জানান ইউএনও।

 

এ সম্পর্কিত আরও খবর