টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

টাঙ্গাইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, টাঙ্গাইল | 2023-09-01 07:49:29

 

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত আরিফুল ইসলাম (৪০) ঢাকায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চে (এসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার মাটিরপোড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

শনিবার (২৬অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন বলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিজবাড়ি থেকে মোটরসাইকেল যোগে আরিফুল কর্মস্থল ঢাকায় ফিরছিলেন। এ সময় তিনি মোটরসাইকেল নিয়ে মহাসড়কের উপজেলার সল্লা এলাকায় পৌঁছলে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও বলেন, নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।

এ সম্পর্কিত আরও খবর