২ বছরে দুদকে ৩১ লাখ অভিযোগ

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হবিগঞ্জ | 2023-08-26 07:46:32

গত দুই বছরে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কল সেন্টার ও ওয়েবসাইটে ৩১ লাখ অভিযোগ পাওয়া গেছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব মো. দিলোয়ার বখত।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশনের নব নির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এক কথা জানান।

তিনি বলেন, দুদক এখন অনেক বেশী সক্রিয়। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। দুদকের সকল বিভাগ ও জেলা অফিস সক্রিয়ভাবে কাজ করায় এখন সবাই সাবধান হচ্ছেন। শিক্ষার্থীদের মাঝে একটি ধারনা জন্মেছে ঘুষ ছাড়া চাকরি হয় না। দুদক এ ব্যাপারে স্কুলে স্কুলে সচেতনতা বাড়ানোর কর্মসূচিও গ্রহণ করেছে বলে জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আমান উল্লাহ সরকার, দুদকের উপ-পরিচালক কামরুজ্জামান ও ডা. জমির আলী।

এ সম্পর্কিত আরও খবর