নান্দাইল-ময়মনসিংহ রুটে বিআরটিসি বাস চালু

ময়মনসিংহ, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2023-09-01 22:40:57

ময়মনসিংহের নান্দাইল উপজেলা থেকে জেলা শহর পর্যন্ত বিআরটিসি দ্বিতল বাস সেবা চালু হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরের দিকে উপজেলার বঙ্গবন্ধু চত্বরের সামনে থেকে এ সেবার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন।

এ সময় তিনি জানান, আজ থেকে নান্দাইলবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো। আগামীতে নান্দাইল থেকে ঢাকা পর্যন্ত বিআরটিসি বাস চালু করা হবে।

জানা গেছে, বিআরটিসি বাসটিতে যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। বাসটি নান্দাইল চৌরাস্তা থেকে ময়মনসিংহ শহরের ব্রিজ পর্যন্ত চলাচল করবে। যাত্রীদের সুবিধার জন্য চৌরাস্তা থেকে কানুরামপুর পর্যন্ত সব স্টেশনেই থামবে। নান্দাইল থেকে ময়মনসিংহ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ৪০ মিনিট পরপর বাস ছেড়ে যাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহিম সুজন, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভূঁইয়া, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি আবু বক্কর সিদ্দিক বাহার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর