তেঁতুলিয়ায় ভুয়া চিকিৎসককে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট  করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম,পঞ্চগড় | 2023-08-31 21:46:54

পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় মহিদুল ইসলাম (২৮) নামে একজন ভুয়া চিকিৎসককে চার মাসের কারাদণ্ডসহ দুই হাজার টাকা অর্থদণ্ড প্রধান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬অক্টোবর) সন্ধ্যায় জেলার তেঁতুলিয়া চৌরাস্তা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদুল হক এ দণ্ডাদেশ প্রদান করেন।

দন্ডপ্রাপ্ত মহিদুল ইসলাম রংপুর জেলার পীরগঞ্জ উপজেলাধীন গুর্জিপাড়া ঢোড়াকান্দর এলাকার আবুল কাশেমের ছেলে। 

জানা যায়, মহিদুল ইসলাম তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের একটি ইউনানী ওষুধের দোকানে বসে নিবন্ধন ব্যতীত মেডিকেল অফিসারের ভূয়া পদবী ব্যবহার করে এবং আইন বর্হিভূতভাবে এলোপ্যাথিক চিকিৎসা প্রদানসহ নিয়মিতভাবে রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করে স্থানীয় সাধারন রোগীদের সাথে প্রতারণা করার সময় তাকে হাতনাতে আটক করে ভ্রাম্যমান আদালত। 

এসময় উক্ত দণ্ডাদেশ প্রদানকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প.প. কর্মকর্তা ডা. আবু জাফর মোঃ আজাদ, তেঁতুলিয়া মডেল থানার এএসআই মাইনুল ইসলামসহ সঙ্গীয় ফোস উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর