হেলমেট ঘরে ফেলে রাখবেন না: মাশরাফি

নড়াইল, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নড়াইল | 2023-08-31 21:39:04

সড়ক দুর্ঘটনা থেকে বাঁচতে সকলকে হেলমেট পরার আহ্বান জানিয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেটের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, 'যারা হেলমেট পেলেন, তারা বাইক চালানোর সময় অবশ্যই ব্যবহার করবেন। হেলমেট নিয়ে ঘরে ফেলে রাখবেন না'।

রোববার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে নড়াইল সদর থানার সামনের সড়কে হেলমেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এ সময় সড়কে মোটরসাইকেল চালকদের মাঝে ৫০০ হেলমেট বিতরণ করে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান 'পাঠাও'।

তিনি বলেন, 'অ্যাপসভিত্তিক বাইক রাইড শেয়ারিং সেবা পাঠাও এক সঙ্গে দুইটি পরিবারের (বাইকার ও রাইডার) জন্য কাজ করছে। পাঠাও বাইক চালিয়ে অনেকে পরিবার-পরিজন নিয়ে জীবন যাপন করছেন।'

মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ
মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট বিতরণ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

মাশরাফি বলেন, 'নড়াইল অনেক বড় শহর। এখানে ৫০০ হেলমেট একেবারে কম হয়ে যায়।'

এর প্রেক্ষিতে পাঠাও কর্তৃপক্ষ এক হাজার হেলমেট বিতরণ ও নড়াইলে পাঠাও সেবা চালুর ঘোষণা দেন।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন, নড়াইল কণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, পাঠাও এর কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর