কালীগঞ্জে তালের বীজ রোপণ কর্মসূচি উদ্বোধন

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লালমনিরহাট | 2023-08-25 19:41:25

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাত নিরোধক তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান কর্মসূচিটির উদ্বোধন করেন।

এসময় কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) ফরহাদ মন্ডল, ভোটমারী ইউনিয়নের চেয়ারম্যান আহাদুল হোসন চৌধুরীসহ সংগঠনটির সদস্যরা উপস্থিত ছিলেন। ‘মানুষ মানুষের জন্য’ (মামাজ) নামের একটি সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান বলেন, ‘বজ্রপাতে বাংলাদেশে প্রাণহানির ঘটনা দিন দিন বাড়ছে। তালগাছ বজ্রপাত প্রতিরোধসহ প্রাণহানি কমাতে সহায়ক ভূমিকা পালন করে।’

তিনি আরও বলেন, ‘বিশেষজ্ঞদের মতে, উঁচু গাছেই বেশি বজ্রপাত হয়। উঁচু গাছ থাকলে এলাকায় বজ্রপাতে প্রাণহানি লাঘব হয়। বজ্রপাতে মৃত্যু ঠেকানোর জন্য তালগাছই সবচেয়ে কার্যকর।’

সংগঠনের প্রতিষ্ঠতা সাব্বির আহমেদ লাভলু বলেন, ‘কালবৈশাখী-ঘূর্ণিঝড়, বন্যা-জলোচ্ছ্বাস, ভূমিকম্প-অগ্নিকাণ্ডের সঙ্গে নতুন দুর্যোগ হিসেবে যুক্ত হয়েছে বজ্রপাত। বিষয়টি সরকারকে বেশ ভাবিয়ে তুলেছে। আগে বজ্রপাত হলে তা তালগাছ বা অন্য কোনও বড় গাছের ওপর পড়তো। কিন্তু গ্রামের পর গ্রাম ঘুরলেও এখন আর তাল গাছ দেখা যায় না। তাই আমাদের এ উদ্যোগ।’

উদ্বোধনী দিনে প্রায় ১ হাজার তাল গাছের চারা রোপণ করা হয়।

এ সম্পর্কিত আরও খবর