সড়কে নির্ভরতা কমাতে রেলপথ আধুনিকীকরণের কাজ চলছে

জয়পুরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, জয়পুরহাট | 2023-08-30 07:18:37

কেবল সড়ক পথে পরিবহন নির্ভরতার কারণে যানজট আর যানজটের কারণে জনদুর্ভোগ সৃষ্টি হয়, বিষয়টি চিন্তা করে সরকার রেলপথের আধুনিকায়ন শুরু করেছে। রেল ভ্রমণ স্বাচ্ছন্দ্যময় করতে রেলকে আধুনিকীকরণের বিকল্প নেই।

রোববার (২৭ অক্টোবর) জয়পুরহাট আইনজীবী সমিতির ৪৭ বছরপূর্তি ও আইনজীবী পরিবার দিবস উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় রেলমন্ত্রী এ্যাডভোকেট নূরল ইসলাম সুজন এসব কথা বলেন।

তিনি বলেন, 'উত্তরাঞ্চলের মানুষের চাহিদার কথা বিবেচনা করে এই অঞ্চলের রেল বিভাগকে ঢেলে সাজানো হবে, স্টেশনগুলোকে আধুনিকীকরণ এবং রেল লাইনকে ডাবল লাইনে উন্নীত করা হবে এবং রেল বিভাগ এখন অত্যন্ত লাভজনক তাই এই খাতকে আরো গতিশীল করা হবে।'

জেলা আইনজীবী সমিতি চত্বরে সমিতির সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তৃতা দেন, স্থানীয় সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা জজ এম এ রউফ হাওলাদার প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর