নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার বিভিন্ন ইউনিয়নে বেআইনি বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কবিরহাট উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এবং নোয়াখালীর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস।
অভিযান চলাকালীন উপজেলার ঘোষবাগ ইউনিয়নে দুটি ও ধানশালিক ইউনিয়নে একটি ড্রেজার মেশিনের পাইপ কেটে প্রাথমিকভাবে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। সেই সঙ্গে তাদেরকে সতর্ক করা হয় যাতে পরবর্তীতে পুনরায় বালু উত্তোলন না করে।
মিল্টন বিশ্বাস জানান, সরকারের বিধি নিষেধ না মেনে বেআইনিভাবে বালু উত্তোলন বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মতে এ সকল অভিযান অব্যাহত থাকবে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে কবিরহাট থানার পুলিশ।