দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩।
রোববার (২৭ অক্টোবর) গভীর রাতে দিনাজপুরের কোতয়ালী থানার ৭নং উথরাইল ইউনিয়নের নুনাইচ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-দিনাজপুরের চিরিরবন্দরের মহাদানী গ্রামের নজরুল ইসলামের ছেলে নুর নবী (২২) এবং চিরিরবন্দরের জগদিশপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে আহম্মদ আলী (৩৮)।
র্যাব-১৩ দিনাজপুর কোম্পানি কমান্ডার উপ-অধিনায়ক এএসপি সিদ্দিক আহমদ এসব তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুনাইচ গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং দিনাজপুর-গাইবান্ধা এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করত।
র্যাব বাদী হয়ে আটকদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলেও জানান তিনি।