বেনাপোল বন্দরে শ্রমিক বিক্ষোভে পণ্যখালাস বন্ধ

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল(যশোর) | 2023-08-24 01:24:51

যশোরের বেনাপোল স্থলবন্দরে দুই শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে বন্দর সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছে শ্রমিকরা। এতে বন্দর এলাকায় যানবাহন চলাচল ও পণ্য খালাস বন্ধ রয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১১টার দিকে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্থানীয় লোকজন জানান, বেনাপোল বন্দরে শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। তবে টেন্ডারে পরিবর্তন হওয়ায় একটি গ্রুপ এখন বন্দরে কাজ করছে। আজকালের মধ্যে নতুন টেন্ডার হবে। এনিয়ে বেশ কয়েকদিন ধরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

সকালে বেনাপোল বন্দর এলাকায় পণ্য খালাস করছিল শ্রমিকরা। এসময় দুর্বৃত্তরা টেন্ডার সংক্রান্ত পূর্ব শত্রুতার জের ধরে তাদের ওপর হামলা চালায়। এতে দুই শ্রমিক গুরুতর জখম হয়। শ্রমিক নেতারা বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে তাদের তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে দুর্বৃত্তরা।

বন্দরে বিক্ষোভ করছেন শ্রমিকরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

প্রভাব বিস্তার করতে একটি পক্ষ বেনাপোল বাজার ও তালশারি মোড়ে তিনটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ ঘটায় বলেও জানিয়েছেন তারা।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, ‘আন্দোলরত শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। অপরাধীদের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে বলা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।’

তিনি বলেন,‘অবরোধ তুলে নেবে বলে শ্রমিকরা আমাকে আশ্বসত্ করেছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যেই বন্দরের কার্যক্রম শুরু হবে।’

এ সম্পর্কিত আরও খবর