দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে খ্যাত কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে এবার যানবাহনের অপেক্ষায় রয়েছে ফেরি।
বিআইডব্লিটিসি'র কাঁঠালবাড়ি ঘাট সূত্রে জানা যায়, এ নৌরুটের ফেরিতে প্রতিদিন যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাকসহ বিভিন্ন ধরনের কয়েকশত যানবাহন ও যাত্রী পারাপার হয়। তবে দেখা যায় বৈরী আবহাওয়া, নদীতে স্রোত, নাব্যতা সংকটসহ নানা কারণে অনেক সময় এখানে ফেরি চলাচল ব্যাহত হয়। ফলে নৌরুটে পার হতে আসা যানবাহন গুলো ফেরির অপেক্ষায় দিনের পর দিন ঘাটেই আটকা পড়ে থাকে। এতে দুর্ভোগের শিকার হতে হয় বাসযাত্রী ও ট্রাক চালকদের।
সোমবার (২৮ অক্টোবর) বিকালে সরেজমিনে কাঁঠালবাড়ি ঘাটে গিয়ে দেখা গেছে ভিন্ন চিত্র। মোট ১৮টি ফেরির মধ্যে ১২টি ফেরিই চলাচল করায় পারাপারের অপেক্ষায় নেই কোনো পরিবহন। কিছুদিন আগেও যেখানে ফেরি লোড হতে ১০ থেকে ১৫ মিনিট সময় নিতো এখন তা গাড়ির অভাবে প্রায় ৩০ থেকে ৪০ মিনিট সময়ে লোড হচ্ছে। আবার কয়েকটি ঘাটে দেখা যায় মাত্র ৭ থেকে ১০ টি গাড়ি নিয়ে ঘাট ছেড়ে যাচ্ছে ফেরি।
বরিশাল থেকে ঢাকাগামী ট্রাক চালক মজনু বলেন 'ঘাটে কোন যানজট নেই দেখে ভালো লাগলো। সব সময় ঘাট এমন অবস্থা থাকলে ভালো হতো।'
বিআইডব্লিউটিএ'র কাঁঠালবাড়ি ঘাটের সহকারী ব্যবস্থাপক জামিল আহম্মেদ বলেন, 'গত কয়েকদিন থেকে ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় স্বাভাবিক ভাবেই যানবাহন পার হচ্ছে। এই মূহুর্তে ঘাটে পারাপারের অপেক্ষায় কোনো যানবাহন নেই।'