আশুলিয়ায় স্কুল ব্যাগে ফেনসিডিল: আটক ৪

ঢাকা, দেশের খবর

উপজেলা করেসপন্ডেন্ট,বার্তাটোয়েন্টিফোর.কম, আশুলিয়া (ঢাকা) | 2023-08-24 20:10:20

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে ফেনসিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার নবিনগর ও পল্লিবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. আলাউদ্দিন (৩৫), তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার শাহগুরুদাহ উত্তর পাড়ার মো. ইয়াজুল মন্ডলের ছেলে, হোসেন আলী (২৭) মুন্সিগঞ্জ সদর উপজেলার পুকুরপাড়া এলাকার মৃত ওমর আলীর ছেলে, মো. আলামিন মন্ডল (২০) মাগুড়া জেলার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া গ্রামের আব্দুর রশিদ মন্ডলের ছেলে ও মো. শাওন শেখ (১৮) একই এলাকার বরালিদাহ গ্রামের জাহিদুল ইসলাম।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আশুলিয়ার পল্লিবিদ্যুৎ এলাকার মিজান টাওয়ারের সামনে থেকে আলাউদ্দিনকে আটক করে তার কাছে থাকা স্কুলব্যাগ থেকে কিছু ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য অনুযায়ী নবীনগর এলাকার রাজধানী হোটেলে অভিযান চালানো হয়। এতে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করলে তাদের আটক করে ডিবি পুলিশ। তাদের কাছে থাকা ৪টি স্কুল ব্যাগ তল্লাশি করে ১৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল বাশার জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে এই এলাকায় মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর