পটুয়াখালীর বাউফলে তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে র্যাব। এ সময় ১৫ হাজার মিটার কারেন্ট জাল, চারটি মাছ ধরার ট্রলার ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।
সোমবার (২৮ অক্টোবর) সকাল থেকে মধ্যরাত পর্যন্ত র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করে।
আটককৃত জেলেরা হলেন- ভোলা জেলার দেবীর চর এলাকার মো. আমিন (১৮), মো. রাহাত (১৯), মো. আকবর মৃধা, সমীর (১৯), মো. জিহাদ (১৮), মো. আ. আহাদ (১৮)।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. সুরত আলম জানান, র্যাবের একটি বিশেষ দল স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার সোয়েব আহমেদ খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পটুয়াখালী জেলার বাউফল উপজেলাধীন তেতুলিয়া নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার বিরুদ্ধে একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে। এ সময় পাঁচ জেলেকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত প্রত্যেক জেলেকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ সময় ইলিশ মাছ ধরার কাজে ব্যবহৃত ১৫ হাজার মিটার জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং উদ্ধার হওয়া ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।