বেনাপোলে শ্রমিকদের ওপর হামলায় ৩২ জনের বিরুদ্ধে মামলা

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল(যশোর) | 2023-08-26 00:26:01

যশোরের বেনাপোল স্থলবন্দরে শ্রমিকদের ওপর হামলার ঘটনায় ৩২ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) রাত ৯টায় বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের নেতা কামাল উদ্দিন বাদী হয়ে বেনাপোল বন্দর থানায় এ মামলা করেন।

বেনাপোল বন্দর থানার সহকারী উপ-পরিদর্শক(এএসাই) শাহিনুর রহমান শাহিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলারয় বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলীকে প্রধান আসামি করা হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

এদিকে পুলিশ অপরাধীদের গ্রেফতারের আশ্বাস দিলে দুপুর ১টা থেকে সাধারণ শ্রমিকরা বিক্ষোভ প্রত্যাহার করে কাজে যোগ দেয়। এতে বন্দরের কার্যক্রম শুরু হয়।

প্রসঙ্গত, বেনাপোল বন্দরে শ্রমিকদের দুটি গ্রুপ রয়েছে। তবে টেন্ডারে পরিবর্তন হওয়ায় একটি গ্রুপ এখন বন্দরে কাজ করছে। আর এনিয়ে শ্রমিকদের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে উত্তেজনা বিরাজ করছিলো। সোমবার (২৮ অক্টোবর) সকালে বেনাপোল বন্দর এলাকায় পণ্য খালাস করছিলো শ্রমিকরা।

এসময় পূর্ব শত্রুতার জের ধরে কাউন্সিলর রাশেদ আলী ও তার লোকজন ওই শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে দুই শ্রমিক গুরুতর জখম হয়। এসময় শ্রমিক নেতারা বিষয়টি জানতে ঘটনাস্থলে গেলে তাদের তিনটি মোটরসাইকেল ভাংচুর করা হয়। প্রভাব বিস্তার করতে একটি পক্ষ বেনাপোল বাজার ও তালশারি মোড়ে তিনটি শক্তিশালী বোমার বিষ্ফোরণ ঘটায় বলেও জানা যায়।

এ সম্পর্কিত আরও খবর