ঠাকুরগাঁও শহরের বাজারপাড়া এলাকায় মনোজ আগরওয়ালা নামে এক কাপড় ব্যবসায়ীর বাসায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমার নেতৃত্বে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, বিজিবি ও সদর থানা পুলিকে সাথে নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় মনোজ আগরওয়ালার বাসায় অবৈধভাবে রাখা প্রায় ২৮৮ পিস ভারতীয় শাড়ি জব্দ করেন ম্যাজিস্ট্রেট।
এ সময় উপস্থিত ছিলেন সদর থানার এসআই বাবুলসহ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ ও বিজিবির কর্মকর্তারা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অতীশ দর্শী চাকমা জানান, মনোজ আগরওয়ালা দীর্ঘ দিন ধরে তার নিজ বাড়ি থেকে কাপড় কেনা বেচা করতেন। কাগজ পত্র দেখাতে না পারায় ২৮৮ পিস ভারতীয় শাড়ি জব্দ করেছি।