গাইবান্ধায় ‘ঔষধি মাতৃবাগান’

গাইবান্ধা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাইবান্ধা | 2023-08-23 14:51:48

গাইবান্ধার সুন্দরগঞ্জে মলয় কুমার লিটন নামে এক ব্যক্তি ঔষধি গাছের নার্সারি করেছেন। এর নাম দিয়েছেন ‘ঔষধি মাতৃবাগান’।

জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার বাসিন্দা হলেন মলয় কুমার লিটন। সম্প্রতি ঔষধি গাছের নার্সারি করার উদ্যোগ নেন। এই লক্ষে বুধবার (৩০ অক্টোবর) ১০ শতক জমিতে বিভিন্ন প্রজাতির ৬০০ ঔষধি চারা রোপণ করেন। চারাগুলোর মধ্যে রয়েছে হরতকি, বহেরা, বাসক, অশ্বগন্ধা প্রভৃতি। চারা রোপণ করতে তার খরচ হয় ১২ হাজার টাকা।

মলয় কুমার লিটন জানান, বাণিজ্যিকভাবে ঔষধি গাছের চারা বিক্রি করতে চান তিনি। উপজেলা কৃষি অফিস থেকে তাকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আজ ৬০০ ঔষধি গাছের চারা রোপণ করেছেন। ৫-৬ মাসের মধ্যে এ বাগান থেকে কাটিং চারা বিক্রি করা সম্ভব হবে। যা বিক্রি করে ৩৫-৪০ হাজার টাকা আয় করতে পারবেন বলে আশা করছেন তিনি।

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার রেজা-ই-মাহমুদ জানান, ঔষধি গাছের নার্সারি করতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। এ নার্সারি থেকে সহজেই উপার্জন করা যায়। মূলত কৃষকদের উৎপাদিত চারা দেশের বিভিন্ন ওষুধ কোম্পানির কাছে বিক্রি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর