লক্ষ্মীপুরের রামগতিতে গৃহবধূকে গণধর্ষণের অভিযোগের মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার চরনেয়ামত গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন-চর নেয়ামত গ্রামের বাসিন্দা বেলাল হেসেন, আলাউদ্দিন ও মো. বেলাল।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গণধর্ষণের ঘটনায় সকালে তিনজনকে আটক করা হয়েছে। দুপুরের দিকে ওই গৃহবধূ বাদি হয়ে ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করলে তাদেরকে ধর্ষণ মামলায় গ্রেফতার দেখানো হয়।
ওসি জানান, ধর্ষণের শিকার গৃহবধূ চট্টগ্রামের করেরহাট ইউনিয়নের বনিনগর গ্রামের বাসিন্দা। তার স্বামী রামগতি উপজেলার আলেকজান্ডার বাজারের একটি ফার্নিচার দোকানে চাকরি করেন।
স্বামীর খোঁজে চট্টগ্রাম থেকে গৃহবধূ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আলেকজান্ডার বাজারে আসেন। সঠিক ঠিকানা না থাকায় তিনি বাজারে স্বামীর খোঁজ করতে থাকেন। একপর্যায়ে আসামি বেলাল তাকে স্বামীর কাছে পৌঁছে দেয়ার কথা বলে চরনেয়ামত গ্রামে নিয়ে যায়। সেখানে অন্য আসামি আলাউদ্দিনের বাড়িতে রেখে পাঁচজন মিলে গৃহবধূকে রাতভর ধর্ষণ করে।